মঙ্গলবার, ২০ মে ২০২৫, দুপুর ৩:১ সময়

ব্রেকিং নিউজ **আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ** **আ.লীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ আ.লীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ** **গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু** **সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপে পুড়ছে চুয়াডাঙ্গা,গলে যাচ্ছে রাস্তার পিচ সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপে পুড়ছে চুয়াডাঙ্গা,গলে যাচ্ছে রাস্তার পিচ** **রাজধানী শহরের কয়েক স্থানে সভা সমাবেশ নিশিদ্ধ ;ডিএমপি রাজধানী শহরের কয়েক স্থানে সভা সমাবেশ নিশিদ্ধ ;ডিএমপি** **অনলাইন জুয়া বন্ধ ধরা পড়লে ৫বছরের কারাদন্ড বা ১০ লাখ অর্থদন্ডের বিধান অনলাইন জুয়া বন্ধ ধরা পড়লে ৫বছরের কারাদন্ড বা ১০ লাখ অর্থদন্ডের বিধান** **গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ** **ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করেই ঘরে ফেরার ঘোষণা ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করেই ঘরে ফেরার ঘোষণা** **গাজীপুরে NCP নেতার উপর হামলায় ঘটনায় সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নিরীহ নিরপরাধ মানুষ যেনো গ্রপ্তার না হয় গাজীপুরে NCP নেতার উপর হামলায় ঘটনায় সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নিরীহ নিরপরাধ মানুষ যেনো গ্রপ্তার না হয়** **যৌতুকের কাছে হেরে যাচ্ছে শাহিনার জীবন,হাসপাতালের বেডে শুয়ে গুনছে মৃত্যুর প্রহর যৌতুকের কাছে হেরে যাচ্ছে শাহিনার জীবন,হাসপাতালের বেডে শুয়ে গুনছে মৃত্যুর প্রহর** **আনিস হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ আনিস হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ** **শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই;উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই;উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়** **গাইবান্ধার ফুলছড়িতে নারী এনজিও (প্রশিকা) কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে নারী এনজিও (প্রশিকা) কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার** **গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত** **চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন** **চলতি বছরের সেপ্টেম্বরে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি বছরের সেপ্টেম্বরে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা** **অবশেষে জিসিসি এলাকায় পয়:নিস্কাশন কাজের উদ্ভোধন ;দূর্ভোগ কমবে নগরবাসির অবশেষে জিসিসি এলাকায় পয়:নিস্কাশন কাজের উদ্ভোধন ;দূর্ভোগ কমবে নগরবাসির** **ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন** **প্রেমিকার পরিবারের নির্যাতনে যুবকের আত্মহত্যা;অভিযোগ সাগরের পরিবারের প্রেমিকার পরিবারের নির্যাতনে যুবকের আত্মহত্যা:অভিযোগ সাগরের পরিবারের** **গাজীপুরে মানুষ গড়ার কারিগর এখন ভূমিদস্যুর কবলে,আদালতের ন্যায় বিচার একমাত্র ভরসা গাজীপুরে মানুষ গড়ার কারিগর এখন ভূমিদস্যুর কবলে,আদালতের ন্যায় বিচার একমাত্র ভরসা**

জিসিসি‘র মেয়রকে শাস্তি না দিলেও তাকে ‘কড়া সতর্কবার্তা’ দিতে পারে নীতিনির্ধারকরা

logoআলমগীর কবীরশনিবার, ২৩ অক্টোবর ২০২১, রাত ১০:৫৫ সময় 0297
জিসিসি‘র মেয়রকে শাস্তি না দিলেও তাকে ‘কড়া সতর্কবার্তা’ দিতে পারে নীতিনির্ধারকরা

জিসিসি‘র মেয়রকে শাস্তি না দিলেও তাকে ‘কড়া সতর্কবার্তা’ দিতে পারে নীতিনির্ধারকরা

আলমগীর কবীর:
সম্প্রতি গাজীপুর মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে তোলপাড়,পক্ষ-বিপক্ষের নানামূখী ধারণা,মহানগর জুড়েই চলছে জল্পনা কল্পনা ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ক্লীপের সূত্রে প্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে কটূক্তিসহ সিনিয়র নেতাদের সর্ম্পকে গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে বাজে মন্তব্য করার কারনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি থেকে শোকজ নোটিশ দেওয়া হয় জিসিসি‘র মেয়র জাহাঙ্গীরকে। আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র বলছে, কটূক্তি ও অন্যান্য বিতর্কমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের দেওয়া শোকজের জবাব গত ১৭ অক্টোবর২০২১ইং তারিখে দিয়েছেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি ‘তার বক্তব্যকে সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে’ বলে দাবি করেছেন। পাশাপাশি ‘অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত’ এ পরিস্থিতির জন্য দলীয় সভাপতির কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন জাহাঙ্গীর আলম।  এ যাত্রায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র জাহাঙ্গীর আলম। শাস্তি না দিলেও তাকে ‘কড়া সতর্কবার্তা’ দিচ্ছে দল। অবশ্য তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
এদিকে শোকজের পরিপ্রেক্ষিতে মেয়র,জাহাঙ্গীরের দেওয়া জবাব কেন্দ্রীয় কমিটির হাইকমান্ডে পৌঁছেছে। হাইকমান্ডের নীতিনির্ধারকরা চিঠির জবাব পড়েছেন,পর্যালোচনাও করেছেন। দলের নেতারা বলছেন,শোকজের জবাবে জাহাঙ্গীর আলম নিজেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নিরপরাধ বোঝাতে সক্ষম হয়েছেন। যেহেতু বিষয়টি সেনসেটিভ এবং দলের বেশিরভাগ নেতাকর্মী এতে ক্ষুব্ধ,তাই তাকে ‘কড়া সতর্কবার্তা’ বা সাবধানতা কথা বলা হতে পারে ।
 গত ২১ অক্টোবর২০২১ইং আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জাহাঙ্গীরের বক্তব্যের বিষয়টি উঠে এলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,‘আওয়ামী লীগের কোনো নেতা এমন বক্তব্য দেওয়া তো দূরের কথা, ভাবনাতে আনার কথা নয় ,এটা অপ্রত্যাশিত। শুধু আওয়ামী লীগের নেতা কেন ? দলের বাইরের কোনো ব্যক্তিও এমন বক্তব্য দেবেন বলে আমি মনে করি না। এ নিয়ে দলের ভেতরে-বাইরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের কার্যনির্বাহী সংসদে আলোচনা করা উচিত।
আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী‘র কথা মনে আছে অনেকের । তার মত বহিষ্কার হতে পারেন জিসিসি‘র মেয়র জাহাঙ্গীর আলম । তবে একাধিক সূত্র বলছে, জাহাঙ্গীর আলমকে এবারের মতো রেহাই দিয়ে ‘কড়া সতর্কবার্তা’ দেওয়া হতে পারে।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ওবায়দুল কাদের বলেন,‘গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না ? সে বিষয়ে আগামী ১৯ নভেম্বর২০২১ইং সিদ্ধান্ত নেওয়া হবে।
মুঠোফোনে প্রাপ্ত তথ্যমতে,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘শোকজের জবাব আমরা পেয়েছি। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওনারাই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

 আলোচনার শুরু মূলত জাহাঙ্গীর আলমের ঘরোয়া পরিবেশের একটি বক্তব্যের ভিডিও প্রকাশের পর। গোপনে ধারণ করা ১১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করতে শোনা যায়। এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সম্পর্ক,হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্যও শোনা যায়।
সেপ্টেম্বরের মাঝামাঝি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দলের অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর মহানগর। মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান আওয়ামীলীগের অন্যান্য নেতারা ।
গত ২১ সেপ্টেম্বর থেকে কিছুদিন গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও ঝাড়ুমিছিল, কোথাও বিক্ষোভ মিছিলসহ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
অপরদিকে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুরু থেকেই দাবি করে আসছেন,অডিও-ভিডিও সুপার এডিটিংয়ের মাধ্যমে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনকি এতে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন,প্রযুক্তির উৎকর্ষতার এ সময়ে জেলা পর্যায়ের একজন নেতার বক্তব্য কাটছাঁট করে এডিট করে দেওয়া হয়েছে কি না ? দল তা যাচাই-বাছাই করছে।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি,আজমত উল্লাহ খান বলেন,আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার,নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছেন। দলের হাইকমান্ড তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় নেতারা বিভিন্নভাবে আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন, আমরাও আমাদের বক্তব্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে যা  আছে,সে মোতাবেক নিশ্চয়ই দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিবেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে পাওয়া না গেলেও তার একাধিক অনুসারী বলেন,‘সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও সিটি নির্বাচন। যে কারণে একটি পক্ষ মেয়রকে ঘায়েল করতে এহেন পথ বেছে নিয়েছে। এরই মধ্যে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর শোকজের জবাবে বিষয়টি পরিষ্কার করেছেন জাহাঙ্গীর আলম। আশা করি,দলের সিদ্ধান্ত এলে সবই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ্ ।

বিষয়- রাজনীতি, সংগঠন, তথ্য প্রযুক্তি, আলোচনা, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর